Description
গভীর রাতের কষ্টের কবিতা
নিম্নে গভীর রাতের কষ্টের কবিতা নিয়ে কয়েকটি কবিতা দেওয়া হলো। কবিতাগুলো পড়ুন আশা করছি আপনার ভালো লাগবে।
গভীর রাতের কষ্টের কবিতা
গভীর রাতে তুমি
সারাটা দিন ব্যস্ততার মাঝে,
সময় আমার কেটে যায় বেশ,
গভীর রাতে তোমার কথা ভেবে
কাটেনা সময়,
অন্ধকারে একা নিরবে কেঁদে।
সময় কাটাতে থাকে যখন,
আকাশের তারাটাও যেন,
হারিয়ে যায় তখন।
গভীর রাতে আস তুমি,
হৃদয়ের মাঝে,
বিরহ বেদনা দিতে,
লাগছেনা ভালো আমার,
এ বিরহ জ্বালা,
পারছিনা আর সইতে,
আসেনা ঘুম দুচোখে
একা গভীর অন্ধকার রাতে,
নেই কেউ আমার পাশে,
বুকের ভেতর অগ্নি টুকুই জ্বলে,
আপন হলো না তুমি,
আমায় ভালোবেসে,
স্বপ্নে আঁকা ছবি,
হারিয়ে গেল শেষে।
হারানো স্মৃতি
প্রেমের স্নিগ্ধ মন,
তোমাকে নিয়ে আজও ঘিরি।
অনেক বেশি ভালোবেসে নিয়ে ছিলাম
তোমার পিছুটান,
সব কিছু হারিয়ে আজ আমি অবসান।
হৃদয়ে কাঁপন জাগে,
কি যে ভালো লাগে!
উতলা হই তোমার প্রেমের অনুরাগে।
তুমি কথা দিয়েছিলে আমাকে পেতে,
এখন কি হলো সেই কথায় তাতে?
দিতে পারবে কি?
আমার হারানো স্মৃতিগুলো ফিরিয়ে!
বেঁচে থেকেও মরে গেছি, আসবে কি ফিরে?
নেশায় নেশায় দিনগুলো যাচ্ছে পেরিয়ে।
আমার মন
সব আশা আমার জীবনের নীড়ে
জানিনা জীবনে আসবে কেউ,
কষ্টে বাসা বেঁধেছে এ মনে
মন ভাঙ্গা আবেগের ঢেউ।
আপন মনে মুগ্ধ হইয়া
আপন মনও আজ হইলো পর!
আমার আবেগের সূচনা কভু
আগের মতো নেওনা খবর।
আমার মনেরও সুজন হইলে
প্রথম দেখিয়া হইলাম মুগ্ধ,
আজীবন দিলে পীড়ত বিদায়
তোকে ঠাঁই দিয়ে হয়েছে অন্তরে দগ্ধ।
দুঃখ বেদনা সবারই আছে,
আছে যাওয়া আর আসার পালা!
ফুলের মতো প্রবিত্র আমার জীবন
সেই ফুলের মালা গেঁথে আজ মুগ্ধমন।
শেষ আরতি বন্দি বানায়ে
আমার স্বপ্নের প্রিয়জন,
রজনী আমার ডুবে গেছে
তবুও কাছে টানে আমার মন।
আশা করছি আর্টিকেলে থাকা কবিতাগুলো আপনার ভালো লেগেছে। কবিতাগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। আপনিও যদি নিজে কোন কবিতা লিখে থাকে তা যাদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্ট করতে আমাদের সাথে শেয়ার করতে পারে।
আমাদের আর্টিকেলে একটি প্রোডাক্ট পিকচার দেওয়া আছে আপনারা চাইলে সে পণ্যটি পছন্দ করে সংগ্রহ করতে পারেন । আমাদের এই পণ্যটি ক্রয় করার জন্য পণ্য আমাদের নম্বর দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ।
আমরা সব সময় সঠিক তথ্য পরামর্শ গুলো দেয়ার চেষ্টা করি কিছু তথ্য আমরা সংগ্রহ করে উপস্থাপন করি কিছু তথ্য আমরা নিজস্ব ভাষায় দেয়ার চেষ্টা করি । তাই তথ্যগুলো সম্পর্কে আপনার যে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা মূল্যবান প্রশ্ন অথবা পরামর্শ লিখে জানিয়ে দিন ।
Reviews
There are no reviews yet.