তীর হারা এই ঢেউয়ের সাগর লিরিক্স

তীর হারা এই ঢেউয়ের সাগর লিরিক্স

তীর হারা এই ঢেউয়ের সাগর লিরিক্স আজকে পাঠকের উদ্দেশ্যে তুলে ধরব তো চলুন জেনে নেয়া যাক আপনি কিন্তু চাইলে youtube থেকে এই গানটি সরাসরি শুনতে পারেন এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে এই গানটি সরাসরি শুনতে পারবেন ।

আমাদের আজকের আর্টিকেলটিতে আমরা এই গানটি সরাসরি পাঠকের উদ্দেশ্যে লিপিবদ্ধ অবস্থায় তুলে ধরেছি আপনি চাইলে এই গানটি আপনি নিজের ভাষায় নিজের কন্ঠে গাইতে পারেন ।

তীর হারা এই ঢেউয়ের সাগর লিরিক্স

শিল্পীঃ আপেল মাহমুদ ও সহ শিল্পীঅ্যালবামঃ পাওয়া যায় নিসুরকারঃ পাওয়া

যায় নিগীতিকারঃ পাওয়া যায় নিবছরঃ পাওয়া যায় নিবিভাগঃ

দেশাত্মবোধক গানযোগ করেছেনঃ Enam Siddikযোগ হয়েছেঃ জুলাই 13, 2016

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

আমরা ক’জন নবীন মাঝি

হাল ধরেছি,

শক্ত হাতে রে।

জীবন কাটে যুদ্ধ করে,

প্রাণের মায়া সাঙ্গ করে,

জীবনের স্বাদ নাহি পাই।।

ঘরবাড়ির ঠিকানা নাই,

দিনরাত্রি জানা নাই,

চলার সীমানা সঠিক নাই।

জানি শুধু চলতে হবে,

এ তরী বাইতে হবে,

আমি যে সাগর মাঝি রে।

জীবনের রঙে মনকে টানে না,

ফুলের ওই গন্ধ কেমন জানিনা,

জোছনার দৃশ্য চোখে পড়ে না,

তারাও তো ভুলে কভু ডাকে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,

আকাশ যখন ভেঙ্গে পড়ে’

ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,

হঠাত কে যে শঙ্খ শোনায়,

দেখি ওই ভোরের পাখি গায়।

তবু তরী বাইতে হবে,

খেয়া পাড়ি দিতেই হবে,

যতই ঝড় উঠুক সাগরে।

তীর হারা এই ঢেউয়ের সাগর গানটির গীতিকার কে

আপেল মাহমুদ এই গানটির লিপিকার বা এই গানটির গীতিকার এই গানটি সম্পর্কে মানুষের আগ্রহ অনেক বেশি রয়েছে আমাদের আজকের আমরা মানুষের আগ্রহ গুলোকে একটু হলেও জানানোর চেষ্টা করেছি ।

আশা করি আপনি এই গানটি কিভাবে গাইবেন কিংবা এই গানটি কোথা থেকে পেয়ে যাবেন কোথা থেকে পাইতে পারেন এ সংক্রান্ত তথ্যগুলো ইতিমধ্যে আমরা তুলে ধরেছি ।

আমাদের আর্টিকেলটি সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে আপনি লিখে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ অবশ্যই লিখে জানিয়ে ফেলুন ।

পাঠক তীর হারা এই ঢেউয়ের সাগর এই গানটি খুবই জনপ্রিয় একটি গান এই গানটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ জানিও আমাদেরকে সহযোগিতা করতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *